‘ইসি সংস্কার না হলে ফ্যাসিবাদের মতো নির্বাচন হবে’

সময়: 12:44 pm - April 20, 2025 |

মানব কথা: ইসি সংস্কার কমিশনের প্রস্তাবগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন না করে আগামী জাতীয় নির্বাচন আয়োজন করা হলে তা আবারও ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঘটাবে বলে মন্তব্য করেছেন ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি।

রবিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বৈঠকে এনসিপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়।

নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, “আমরা চাই ২০২২ সালের বিদ্যমান আইনের ভিত্তিতে নয়, বরং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গঠিত ইসি সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নের পর একটি সুন্দর, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন হোক।”

তিনি আরও বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ সুপারিশকে যদি বর্তমান নির্বাচন কমিশন সমর্থন না করে, তবে এই কমিশনের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন থেকেই যাবে। নির্বাচন কমিশনের টিকে থাকা না থাকার বৈধতা তখন গুরুতর সংশয়ের মুখে পড়তে পারে।

এনসিপির পক্ষ থেকে দাবি জানানো হয়, রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে হলে সংস্কারই হতে হবে নির্বাচন ব্যবস্থার ভিত্তি।

Share Now

এই বিভাগের আরও খবর