জামায়াত নেতা আজহারের শুনানি মঙ্গলবার
সময়: 12:28 pm - April 21, 2025 |

মানব কথা: মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
আজ সোমবার জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীসহ তিন বিচারপতির আপিল বিভাগ এই আদেশ দেন।
মানতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ টি এম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন।
এই রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানির পর ২০১৯ সালের অক্টোবরে মৃত্যুদণ্ড বহাল রাখে আপিল বিভাগ।
পরে আপিল বিভাগের রায় রিভিউ চেয়ে ২০২০ সালের ১৯ জুলাই আবেদন করেন এ টি এম আজহারুল ইসলাম।
সূত্র : বিবিসি