আলোকস্বল্পতায় চতুর্থ দিনের খেলা শেষ, জয়ের জন্য দরকার ১৪৩ রান
মানব কথা: পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ জয়ের পথেই আছে টাইগাররা। শুধু সিরিজ জয় নয়, কোনো অঘটন না ঘটলে করা হবে ধবলধোলাইও। তবে আলোকস্বল্পতায় আপাতত স্থগিত হয় খেলা।
রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে জয়ের জন্য লিডসহ ১৮৫ রানের লক্ষ্য দেয় স্বাগতিক পাকিস্তান। জবাবে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ৭ ওভারে বিনা উইকেটে ৪২ রান তুলেছে বাংলাদেশ। জয়ের জন্য আর দরকার ১৪৩ রান।
বাংলাদেশের ক্রিকেটে পেস বিপ্লব ঘটেছে অনেক আগেই। স্পিন আধিক্য থেকে সরে এসে পেসারদের দাপট চলছে এখন। আন্তর্জাতিক ক্রিকেটেও রয়েছে যার ছাপ। এবার পাকিস্তানের বিপক্ষে নতুন করে পেস শক্তির জানান দিল টাইগাররা।
রাওয়ালপিন্ডিতে সোমবার চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৭২ রানে অলআউট হয় পাকিস্তান। এই ইনিংসের ১০ উইকেটের সবগুলোই গেছে পেসারদের ঝুলিতে। বাংলাদেশের টেস্ট ইতিহাসে এই প্রথম ঘটেছে এমন ঘটনা।
৪৩ রানে ৫ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। টেস্টে এটাই তার প্রথম ৫ উইকেট। একই সাথে প্রথম বাংলাদেশী পেসার হিসেবেও পাকিস্তানের বিপক্ষে টেস্টে ৫ উইকেট নিয়েছেন তিনি। ৪ উইকেট নেন নাহিদ রানা। অন্যটা তাসকিন আহমেদের।
পাকিস্তানের হয়ে এই ইনিংসে ফিফটি স্পর্শ করতে পারেনি কেউ। সর্বোচ্চ ৪৭ রান করেন আগা সালমান। ৪৩ রান আসে রিজওয়ানের ব্যাটে। অধিনায়ক শান মাসুদ করেন ২৮ রান।
জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আগ্রাসী শুরু করেন জাকির হাসান। বুঝে-শুনে খেলছেন সাদমান। ৬ এর বেশি গড়ে রান তুলছেন দু’জনে। জাকির ২৩ বলে ৩১ ও সাদমান ব্যাট করছেন ৯ রানে।
এর আগে, প্রথম ইনিংসে টসে হেরে আগে ব্যাট করে ২৭৪ রান তুলে স্বাগতিকরা। জবাবে ২৬২ রান নিয়ে শেষ হয় বাংলাদেশের ইনিংস। ১২ রানের লিড পায় পাকিস্তান।