সন্ধ্যায় যৌথ সভার ডাক দিয়েছে বিএনপি

সময়: 11:55 am - May 3, 2025 |

মানব কথা: দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আজ সন্ধ্যায় যৌথ সভায় বসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার দুপুরে দলটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ ৩ মে ২০২৫, শনিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ যৌথ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সভায় বিএনপির অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন এবং সমমনা রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। সূত্র জানায়, আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পারে আসন্ন জাতীয় নির্বাচনের রোডম্যাপ, দেশের সার্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি এবং রোহিঙ্গা সংকট ঘিরে করিডর ইস্যু।

Share Now

এই বিভাগের আরও খবর