ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, বিমান চলাচল বন্ধ

মানব কথ: ইয়েমেন থেকে হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে আঘাত হেনেছে, যেটি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা (আইডিএফ) প্রতিহত করতে ব্যর্থ হয়েছে।
রোববারের এ হামলায় ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা মেগান ডেভিড আদম (এমডিএ)। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
আইডিএফ জানায়, ক্ষেপণাস্ত্রটি প্রতিরোধের জন্য তারা একাধিকবার চেষ্টা করেছিল, তবে সেটি বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনাল এলাকায় বিস্ফোরিত হয়। এক বিবৃতিতে বলা হয়, “বেন গুরিয়ন বিমানবন্দরের একটি অংশে আঘাত শনাক্ত হয়েছে।” হামলার পর ইসরায়েলি বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা ইউনিট কেন প্রতিরোধে ব্যর্থ হল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
জেরুজালেম পোস্টের তথ্যমতে, চলমান সংঘাতের শুরু থেকে এই প্রথম ইসরায়েল আগত একটি ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ হল।
বিস্ফোরণের পরপরই বেন গুরিয়ন বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর আকাশপথ আবার চালু করে বিমানবন্দর কর্তৃপক্ষ, এবং ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়।
হামলায় আহত ছয়জনের মধ্যে পঞ্চাশোর্ধ একজন গুরুতর আঘাত পেয়েছেন। ৫৪ ও ৩৮ বছর বয়সী দুই নারী বিস্ফোরণের তীব্রতায় আহত হন, ৬৪ বছর বয়সী এক ব্যক্তি উড়ে আসা ধ্বংসাবশেষের আঘাতে এবং ২২ ও ৩৪ বছর বয়সী আরও দুই নারী নিরাপদ আশ্রয়ের দিকে দৌঁড়াতে গিয়ে পড়ে গিয়ে আহত হন।
এছাড়া, বিস্ফোরণের আতঙ্কে দুইজন মানসিকভাবে মারাত্মকভাবে ভেঙে পড়েছেন, যাদেরকেও চিকিৎসা দেওয়া হচ্ছে। শুরুতে এমডিএ তিনজন আহত হওয়ার কথা জানালেও পরে সংখ্যা ছয়ে পৌঁছায়।