ভারতীয় হামলায় জইশ প্রধান মাসুদের পরিবারের ১০ সদস্য নিহত

সময়: 10:08 am - May 7, 2025 |

মানব কথা: এই নৃশংসতা সব ধরনের নিয়ম ভেঙে দিয়েছে। এখন আর কারো করুণার আশা করা উচিত নয়।

পাকিস্তানে ভারতের হামলায় পাকিস্তানভিত্তিক সশস্ত্র সংগঠন জইশ-ই-মোহাম্মদের প্রধান মাওলানা মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য নিহত হয়েছে। এ সময় তার আরো চার জন ঘনিষ্ঠ সহযোগী নিহত হয়েছে।

বুধবার পাকিস্তানের বাহাওয়ালপুরে অবস্থিত সুবহানাল্লাহ মসজিদ এলাকায় তারা নিহত হন।

বুধবার জইশ-ই-মোহাম্মদের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে মাসুদ আজহারের বড় বোন ও তার স্বামী, আজহারের ভাগ্নে ও তার স্ত্রী, আরেক ভাগ্নী এবং তার পরিবারের পাঁচ শিশুসন্তান রয়েছেন।

বিবৃতিতে আরো বলা হয়েছে, মঙ্গলবার রাতে চালানো ওই হামলায় মাসুদ আজহারের একজন ঘনিষ্ঠ সহযোগী, তার মা এবং আরো দুই ঘনিষ্ঠ সহযোগীও নিহত হন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে বিবৃতিতে বলা হয়, ‘এই নৃশংসতা সব ধরনের নিয়ম ভেঙে দিয়েছে। এখন আর কারো করুণার আশা করা উচিত নয়।’

সূত্র : বিবিসি উর্দু

Share Now

এই বিভাগের আরও খবর