কাকরাইল মোড়ে জবি শিক্ষার্থীদের অবস্থান, সড়ক অবরোধ

সময়: 8:12 am - May 15, 2025 |

মানব কথা: তিন দফা দাবিতে রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনকারী শিক্ষার্থীরা। দাবি আদায়ে টানা দ্বিতীয় দিনের মত জবি শিক্ষার্থীদের এই অবস্থান কর্মসূচি চলছে। অনেক শিক্ষার্থী রাতেও যমুনা সংলগ্ন কাকরাইল মসজিদের সামনে অবস্থান করেন। গতকাল বুধবার থেকে আজও তাঁরা টানা সেখানেই অবস্থান করছেন।

কাকরাইল মোড়ে আন্দোলনকারীদের অবস্থানের কারণে ওই এলাকার সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট এলাকায় তৈরি হয়েছে যানজট।

বুধবার সারারাত কাকরাইলে সড়ক আটকে আন্দোলন করেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয়ের সব রাজনৈতিক সংগঠনের প্লাটফর্ম জবি ঐক্য।

আন্দোলনকারীদের অবস্থান কর্মসূচি দ্বিতীয় দিনে গড়িয়েছে বৃহস্পতিবার। শেষ খবর পাওয়া পর্যন্ত দুপুর ১২টার দিকেও অবস্থান করছিলেন শিক্ষার্থীরা।

তিন দফা দাবি আদায়ে বেশ কিছুদিন ধরেই আন্দোলন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

আগেরদিন দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লংমার্চ করেন শিক্ষার্থীরা। পথে, পুলিশ বাধা দিলে প্রায় অর্ধশত শিক্ষক-শিক্ষার্থী আহত হন। এরপর কাকরাইল মোড়ে অবস্থান নেন তাঁরা। বুধবার রাতে সেখানে গিয়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—

১. আবাসনব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জবির ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে।

২. জবির ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাঁটছাট না করেই অনুমোদন করতে হবে।

৩. জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে

Share Now

এই বিভাগের আরও খবর