চব্বিশের গণঅভ্যুত্থানকে বিপ্লব বলতেও নারাজ আলী রীয়াজ

সময়: 10:14 am - May 18, 2025 |

মানব কথা: চব্বিশের গণঅভ্যুত্থানকে যারা ‘দ্বিতীয় স্বাধীনতা’ বলেন, তাদের সঙ্গে একমত নন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, এমনকি একে বিপ্লব বলতেও তিনি রাজি নন।

বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোচনামূলক অনুষ্ঠান ইনসাইড আউট-এ অংশ নিয়ে তিনি বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ “সব কিছুর ঊর্ধ্বে”। তবে তিনি মনে করিয়ে দেন, ২০২৪ সালের ঘটনাপ্রবাহ একটি ঐতিহাসিক ধারাবাহিকতার ফল, এবং এটি ছিল “অভূতপূর্ব ও অভাবনীয়”।

অধ্যাপক রীয়াজের মতে, ২০২৪-এর গণঅভ্যুত্থান ১৯৯০ সালের মতো ছিল না। এটি জন্ম নিয়েছে ‘রাষ্ট্রকাঠামোর পরিবর্তনের গভীর আকাঙ্ক্ষা’ থেকে।

সম্প্রতি ঐকমত্য কমিশনের সংলাপে অংশ নিয়ে গণফোরামের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, কমিশনের সংস্কার প্রস্তাবে সংবিধান থেকে মুক্তিযুদ্ধের বিষয়টি বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে। তবে এ বিষয়ে অধ্যাপক আলী রীয়াজ বলেন, এটি “তাদের বোঝার ভুল”।

অনুষ্ঠানটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর