ঈদুল আজহা ৬ নাকি ৭ জুন, জানালেন পাকিস্তান-আমিরাতের জ্যোতির্বিদরা

সময়: 1:06 pm - May 22, 2025 |

মানব কথা: অপেক্ষার পালা শেষে মুসলিমদের আরেক খুশির দিন ঈদুল আজহা প্রায় চলে এসেছে। আগামী ২৭ মে রাতে মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশ, পাকিস্তানসহ আরও কয়েকটি দেশে জিলহজ মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে।

আরবি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের ১০ তারিখে উদযাপন করা হয় পবিত্র ঈদুল আজহা। মধ্যপ্রাচ্যের আরব আমিরাত আর এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ পাকিস্তান ঈদুল আজহার সম্ভাব্য তারিখ হিসেবে ভিন্ন ভিন্ন তারিখ উল্লেখ করেছে।

আমিরাতের ‘আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বুধবার (২১ মে) জানিয়েছেন, তাদের জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশ অনুযায়ী, আগামী ২৭ মে সন্ধায় জিলহজের চাঁদ দেখা যেতে পারে। সে হিসেবে ঈদুল আজহা হবে শুক্রবার, ৬ জুন।

অপরদিকে পাকিস্তানের মহাকাশ উচ্চ বায়ুমণ্ডল গবেষণা কমিশন (সুপারকো) আজ বৃহস্পতিবার জানিয়েছে, পাকিস্তানে ৭ জুন ঈদ হওয়ার সম্ভাবনা বেশি।

সংস্থাটি বলেছে, “বৈজ্ঞানিক বিশ্লেষণ, জ্যোতির্বিদ্যা সংক্রান্ত তথ্য এবং আধুনিক পর্যবেক্ষণ প্রযুক্তির’ ভিত্তিতে তারা এই সম্ভাব্য তারিখ জানিয়েছে।

তারা বলেছে, আগামী ২৭ মে পাকিস্তান সময় রাত ৮টা ২ মিনিটে জিলহজের নতুন চাঁদের জন্ম হবে। ওইদিন পাকিস্তানে জিলকদের ২৯তম দিন থাকবে। কিন্তু ওইদিন সূর্যাস্তের সময় চাঁদটির বয়স থাকবে ১১ ঘণ্টা ৩৪ মিনিট।

সংস্থাটি আরও বলেছে, ওইদিন পাকিস্তানে সূর্যাস্ত ও চন্দ্র অস্তের মধ্যে সময়ের ব্যবধান থাকবে মাত্র ৩৭ মিনিট। এতে করে দেশটিতে চাঁদ দেখতে পাওয়ার সম্ভাবনা খুবই কম। এতে পাকিস্তানে জিলহজের ১ তারিখ হবে ২৯ মে। সে হিসেবে ঈদুল আজহা পালিত হবে ৭ জুন।

এদিকে আরব আমিরাতে যেদিন ঈদুল আজহা উদযাপন হবে একইদিন সৌদির মানুষও ঈদ পালন করবেন। সৌদি ও আমিরাতে যদি ৬ জুন ঈদ হয় তাহলে বাংলাদেশে ৭ জুন ঈদ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে।

Share Now

এই বিভাগের আরও খবর