সরকারি কর্মচারী অধ্যাদেশ বাতিল দাবিতে সচিবালয়ে বিক্ষোভ

সময়: 10:08 am - May 25, 2025 |

মানব কথা: এই অধ্যাদেশের মাধ্যমে কর্মকর্তাদের যেকোনো সময় শাস্তি দেয়া বা চাকরি থেকে বরখাস্ত করার সুযোগ রাখা হয়েছে।

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ প্রত্যাহারের দাবিতে দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে বিক্ষোভ করছেন বিভিন্ন পর্যায়ে কর্মচারীরা।

আজ রোববার সকাল সাড়ে ৯টা থেকে সচিবালয়ের কর্মচারীরা নিজ নিজ দফতর ছেড়ে ভবনের সামনে জড়ো হতে থাকেন। পরে এ মিছিল বের করা হয়, যা সচিবালয়ের ভেতরে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের ব্যানারে শনিবারও একই দাবিতে তারা বিক্ষোভ করেছেন।

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশকে ‘নিবর্তনমূলক ও কালাকানুন’ বলে আখ্যায়িত করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ।

গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদন দেয়া হয়।

খসড়ায় ১৯৭৯ সালের অর্থাৎ ৪৬ বছর আগের কিছু বিশেষ বিধান পুনরায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই অধ্যাদেশের মাধ্যমে কর্মকর্তাদের যেকোনো সময় শাস্তি দেয়া বা চাকরি থেকে বরখাস্ত করার সুযোগ রাখা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর