জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

মানব কথা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ২৮ থেকে ৩১ মে পর্যন্ত জাপান সফরে যাচ্ছেন। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। এই সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে সাতটি সমঝোতা স্মারক (MoU) সই হওয়ার সম্ভাবনা রয়েছে।
সোমবার (২৬ মে) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। তিনি জানান, এ সফর দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতায় নতুন দিগন্ত উন্মোচন করবে।
৫ আগস্ট বাথরুমে পাঁচ ঘণ্টা লুকিয়ে ছিলাম: ওবায়দুল কাদের
ভারত থেকে পুশইনের বিষয়ে প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন, বিষয়টি নিয়ে গভীর তদন্ত চলছে, পাশাপাশি অন্তর্বর্তী সরকার নিয়মিতভাবে কড়া প্রতিবাদ জানিয়ে আসছে।