জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

সময়: 8:49 am - May 26, 2025 |

মানব কথা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ২৮ থেকে ৩১ মে পর্যন্ত জাপান সফরে যাচ্ছেন। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। এই সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে সাতটি সমঝোতা স্মারক (MoU) সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

সোমবার (২৬ মে) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। তিনি জানান, এ সফর দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতায় নতুন দিগন্ত উন্মোচন করবে।
৫ আগস্ট বাথরুমে পাঁচ ঘণ্টা লুকিয়ে ছিলাম: ওবায়দুল কাদের

ভারত থেকে পুশইনের বিষয়ে প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন, বিষয়টি নিয়ে গভীর তদন্ত চলছে, পাশাপাশি অন্তর্বর্তী সরকার নিয়মিতভাবে কড়া প্রতিবাদ জানিয়ে আসছে।

Share Now

এই বিভাগের আরও খবর