ইসরাইলি হামলায় আরও ৩৭ ফিলিস্তিনি নিহত

মানব কথা : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় আরও ৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে উপত্যকাটির বুরেইজ শরণার্থী শিবিরে হামলার ঘটনায় নিহত ১৯ জন রয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বৃহস্পতিবার (২৯ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরাইলি হামলায় আজ সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ৩৭ জন নিহত হয়েছেন। যার মধ্যে, মধ্য গাজার বুরেইজে তীব্র নিহত ১৯ জন রয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুরেইজ শরণার্থী শিবিরে আবাসিক ভবনে ইসরাইলি বাহিনীর ধারাবাহিক হামলায় ১৯ জন নিহত হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। দীর্ঘ ১৯ মাস ধরে অব্যাহত এ হামলায় ৫৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ২২ হাজারের বেশি ফিলিস্তিনি।