দীর্ঘ ১৮ দিন পর খুলছে ঢাকা মেডিকেল কলেজ ও হোস্টেল

মানব কথা: দীর্ঘ ১৮ দিন বন্ধ থাকার পর আগামী ১২ জুলাই শনিবার থেকে ঢাকা মেডিকেল কলেজে পুনরায় একাডেমিক কার্যক্রম শুরু হচ্ছে। একইসঙ্গে কলেজের হোস্টেলগুলো ১১ জুলাই সকাল ৮টা থেকে খুলে দেওয়া হবে।
এই সিদ্ধান্ত মঙ্গলবার কলেজের জরুরি অ্যাকাডেমিক কাউন্সিল সভায় নেওয়া হয়। কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছিল বলে জানান অধ্যক্ষ ডা. মো. কামরুল আলম।
এস আলমের ৫৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
এর আগে, নিরাপদ আবাসন ও অবকাঠামো উন্নয়নসহ পাঁচ দফা দাবিতে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে আন্দোলন শুরু করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—
১. নতুন ছাত্রাবাস-ছাত্রীনিবাসের বাজেট পাস
২. নির্মাণ শেষ না হওয়া পর্যন্ত বিকল্প আবাসনের ব্যবস্থা
৩. নতুন একাডেমিক ভবনের বাজেট পাস
৪. বাজেট আলাদাভাবে অনুমোদন ও দ্রুত বাস্তবায়ন
৫. কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে শিক্ষার্থী প্রতিনিধি নিয়োগ
গত ২১ জুন মানববন্ধনের পর কলেজ কর্তৃপক্ষ কলেজ বন্ধ ও হোস্টেল ত্যাগের নির্দেশ দেয়। তবে শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করে হোস্টেলে থেকেই দাবি আদায়ের আন্দোলন চালিয়ে যান।
২৩ জুন শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে বৈঠক করেন। বৈঠক ‘ফলপ্রসূ’ হলেও কোনো পরিষ্কার নির্দেশনা না পাওয়ায় শিক্ষার্থীরা ক্লাসে ফিরতে অস্বীকৃতি জানান।
এ অবস্থায় শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের অগ্রগতি না হলেও শিক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্ত এলো কলেজ কর্তৃপক্ষের তরফে। শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা দ্রুত সমাধান চান এবং ক্লাসে ফিরতে আগ্রহী।