করোনায় নতুন আক্রান্ত ১৪, শনাক্ত হার প্রায় ৫ শতাংশ

মানব কথা: গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ১৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০ লাখ ৫২ হাজার ২১৭ জনে। একই সময়ে কেউ করোনায় মারা যাননি। সব মিলিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৫২৪ জন।
বৃহস্পতিবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪.৯৮ শতাংশ। মহামারির শুরু থেকে দেশে মোট শনাক্তের হার ১৩.০৪ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। ১৮ মার্চ প্রথম মৃত্যু ঘটে। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট করোনায় সর্বোচ্চ ২৬৪ জন করে মারা যান। এরপর থেকে আক্রান্ত ও মৃত্যুর হার কমতে শুরু করে এবং একপর্যায়ে প্রায় শূন্যে নেমে আসে।