চাঁনখারপুলে হত্যাকাণ্ড: সাবেক ডিএমপির কমিশনারসহ ৮ জনের বিচার শুরু

সময়: 9:54 am - July 14, 2025 |

মানব কথা: রাজধানীর চাঁনখারপুল এলাকায় ৬ জনকে গুলি করে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ ৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (১৪ জুলাই) বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। একইসঙ্গে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে আগামী ৭ আগস্ট সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।
অপরাধ বেড়েছে- এ দাবি পুরোপুরি সত্য নয়: অন্তর্বর্তী সরকার

এই মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষ হয় গত ৩ জুলাই। ওই দিন চারজন আসামিকে আদালতে হাজির করা হয়। পলাতক চারজনের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা অব্যাহতি চেয়ে আবেদন করেন। সব পক্ষের শুনানি শেষে আজ আদালত এই আদেশ দেন।

আসামিদের মধ্যে যারা আদালতে উপস্থিত ছিলেন, তারা হলেন: শাহবাগ থানার বরখাস্ত পরিদর্শক আরশাদ, কনস্টেবল মো. সুজন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন, কনস্টেবল নাসিরুল ইসলাম।

পলাতক চার আসামি হলেন: ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনার সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম, রমনার সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চাঁনখারপুল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এই হত্যাকাণ্ড ঘটে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন ৬ জন। নিহতদের পরিবার ও আন্দোলনকারীরা অভিযোগ করে আসছিলেন— এটি ছিল ‘পরিকল্পিত রাষ্ট্রীয় হত্যাকাণ্ড’। প্রায় এক বছর পর, ২০২৫ সালের ২৫ মে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলাটি আমলে নেয়।

এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আরও পাঁচটি মামলার শুনানি হয়। এর মধ্যে অন্যতম কয়েকটি হলো: সাভার: আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় তিন আসামিকে হাজির করা হয়।

রামপুরা: ভবনের ছাদ থেকে ঝুলিয়ে রাখা আমির হোসেনকে গুলি করে হত্যার মামলায় এএসআই চঞ্চল চন্দ্র সরকারসহ দু’জনকে হাজির করা হয়

কল্যাণপুর: ২০১৬ সালে কথিত ‘জঙ্গি অভিযানে’ ৯ তরুণকে হত্যার ঘটনায় তৎকালীন আইজিপি শহীদুল হক ও ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াসহ তিনজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়

উল্লেখ্য, এসব মামলার তদন্ত এখনো শেষ হয়নি। প্রসিকিউশন পক্ষ থেকে অতিরিক্ত সময় চাওয়া হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর