ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার ভূমিকম্প

মানব কথা: ইন্দোনেশিয়ার মালুকু প্রদেশের পূর্ব উপকূলে সোমবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৭। তবে এতে সুনামির কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় দুপুর ১২টা ৪৯ মিনিটে (বাংলাদেশ সময় ১১টা ৪৯ মিনিট) ভূমিকম্পটি অনুভূত হয়। এর উপকেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬৬ কিলোমিটার গভীরে এবং তুয়াল শহরের পশ্চিমে ১৭৭ কিলোমিটার দূরে।
গাজায় ৩৬০ চিকিৎসক গ্রেপ্তার, মানবেতর অবস্থায় আটকরা
প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার এবং ইন্দোনেশিয়ার ভূ-প্রকৃতি সংস্থা নিশ্চিত করেছে, ভূমিকম্পটি সুনামির আশঙ্কা তৈরি করেনি। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।
প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয়ের (Ring of Fire) ওপর অবস্থানের কারণে ইন্দোনেশিয়া ভূমিকম্পপ্রবণ একটি দেশ। নিয়মিতই দেশটি ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো দুর্যোগের মুখোমুখি হয়।
এর আগে ২০২১ সালের জানুয়ারিতে সুলাওয়েসি দ্বীপে ৬.২ মাত্রার ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যু হয় এবং বহু মানুষ গৃহহীন হন। ২০১৮ সালের পালু ভূমিকম্প ও সুনামিতে প্রাণ হারান ২২০০ জনের বেশি। আর ২০০৪ সালের ভয়াবহ সুনামিতে শুধু আচেহ প্রদেশেই প্রাণ হারান ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষ।