ইস্যু সৃষ্টি করে বিএনপিকে কলঙ্কিত করার অপচেষ্টা চলছে: সালাহউদ্দিন

সময়: 2:01 pm - July 17, 2025 |

মানব কথা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণঅভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করা হচ্ছে। বিভিন্নভাবে পরিকল্পিতভাবে ইস্যু সৃষ্টি করে ফ্যাসিবাদবিরোধী বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কলঙ্কিত করার অপচেষ্টা লক্ষ করা যাচ্ছে।

রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভ মিছিলপূর্ব এক সমাবেশে বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে তিনি এসব কথা বলেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততার প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল এর আয়োজন করে।

সালাহউদ্দিন আহমদ বলেন, সারাদেশে মবক্রেসির রাজত্ব হচ্ছে, কারণ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতায় রয়েছে সরকার। আমরা জুলাই ছাত্র গণঅভ্যুত্থান সংঘটিত করেছিলাম ডেমোক্রেসির জন্য। আমরা চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবক্রেসি।

তিনি বলেন, আমরা সব সময় এই সরকারের সফলতা কামনা করেছি। আমরা এই সরকারকে সব ধরনের সহযোগিতা করেছি। গণতন্ত্রে উত্তরণের জন্য যে জাতীয় ঐক গড়ে উঠেছে, যেকোনো মূল্যে এই ঐক্যকে অটুট রাখতে হবে।

বিএনপির এ নেতা বলেন, গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের হামলা অবাক করার মতো। এর দায় এনসিপির রাজনৈতিক অনভিজ্ঞতার।

তিনি বলেন, একটি মহল চেষ্টা করছে ভোট বানচাল ও বিলম্বিত করতে। তাদের বিষয়ে সরকারের সতর্ক থাকতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে এখনও নির্দেশনা না দেওয়া দুঃখজনক।

Share Now

এই বিভাগের আরও খবর