সমাবেশে উপচে পড়া ভিড়, আশপাশে ছড়িয়ে পড়েছে জনতা

সময়: 7:47 am - July 19, 2025 |

মানব কথা: জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ শনিবার (১৯ জুলাই) দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও, সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীদের ঢল নামে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। সকালেই পুরো উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। স্থান সংকুলান না হওয়ায় সমাবেশ ছড়িয়ে পড়ে শাহবাগ, মৎস্য ভবন, দোয়েল চত্বর ও পল্টন পর্যন্ত।

সকাল ৯টার পর থেকে সরেজমিনে দেখা যায়, মিছিলের পর মিছিল উদ্যান অভিমুখে ছুটছে। প্রবেশপথে প্রচণ্ড ভিড় থাকায় অনেককে রমনা গেট ঘুরে আশপাশের রাস্তায় অবস্থান নিতে দেখা গেছে।

মেট্রোরেল স্টেশন, বাংলা একাডেমি ও জাতীয় জাদুঘরসংলগ্ন এলাকায় সকাল থেকেই মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। চারপাশে স্লোগান আর ব্যানারে মুখর ছিল গোটা এলাকা।

সমাবেশ ঘিরে বিক্রি হচ্ছে টুপি, জাতীয় পতাকা, জামায়াতের ব্যাজ ও টি-শার্ট। গরমের কারণে আইসক্রিম, শরবত, পানি ও শসার দোকানেও ভিড় দেখা গেছে।

সকাল ৯টা ৪০ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশের প্রথম পর্ব, যেখানে চলছে সাংস্কৃতিক পরিবেশনা। এ পর্ব পরিচালনা করছেন শিল্পী সাইফুল্লাহ মানসুর।

দুপুর ২টায় শুরু হবে মূল সমাবেশ। এতে সভাপতিত্ব করবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। সমাবেশ থেকে পিআর ভিত্তিক নির্বাচন, সমান সুযোগের পরিবেশ (লেভেল প্লেয়িং ফিল্ড), রাজনৈতিক সংস্কার ও বিচার প্রক্রিয়াসহ নানা দাবি উত্থাপন করা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সক্রিয় প্রায় সব রাজনৈতিক দলকে সমাবেশে আমন্ত্রণ জানানো হয়েছে। সমাবেশস্থলে ওজু, টয়লেট ও নামাজের ব্যবস্থা ছাড়াও রয়েছে মেডিকেল বুথ, অ্যাম্বুলেন্স এবং স্বেচ্ছাসেবক দিয়ে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার উদ্যোগ। নিজস্ব ব্যবস্থাপনায় আয়োজনে শৃঙ্খলা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে জামায়াত।

Share Now

এই বিভাগের আরও খবর