সারি সারি বাসে সমাবেশমুখী জনতা, যাত্রাবাড়ীতে তীব্র যানজট

সময়: 8:02 am - July 19, 2025 |

মানব কথা: রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে শনিবার (১৯ জুলাই) সকাল থেকেই যাত্রাবাড়ী এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে নেতাকর্মীদের বহনকারী বাস ও মাইক্রোবাসের সারি রাজধানীতে প্রবেশ করছে। ফলে কাজলা, শনির আখড়া, রায়েরবাগ হয়ে যানজট ছড়িয়ে পড়েছে মাতুয়াইল মেডিকেল এলাকা পর্যন্ত।

সকালে সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের অধিকাংশ বাসেই জামায়াতের জাতীয় সমাবেশের ব্যানার সাঁটানো রয়েছে। মেয়র হানিফ ফ্লাইওভার হয়ে এসব যানবাহন ঢুকছে রাজধানীর গুলিস্তান, সেখান থেকে সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে এগোচ্ছে।

অন্যদিকে, সমাবেশের জন্য বাস রিজার্ভ করায় সংকটে পড়েছেন নিয়মিত যাত্রীরা। বিশেষ করে ঢাকা থেকে নারায়ণগঞ্জ, চিটাগাং রোড, সোনারগাঁ ও মদনপুরমুখী বাস চলাচল ব্যাহত হয়েছে। রায়েরবাগ ও শনির আখড়ার বাসস্ট্যান্ডে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে। সংশ্লিষ্ট কাউন্টার কর্মীরা জানাচ্ছেন, অধিকাংশ বাসই আজ জামায়াতের সমাবেশে রিজার্ভ দেওয়া হয়েছে।

এদিকে দুপুর ২টায় শুরু হতে যাচ্ছে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ। এতে সভাপতিত্ব করবেন দলটির আমির ডা. শফিকুর রহমান। সাত দফা দাবি সামনে রেখে আয়োজিত এ সমাবেশে জাতীয় নেতারা বক্তব্য দেবেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে—অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, ‘জুলাই সনদ’ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও এক কোটির বেশি প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিতকরণ।

প্রথমবারের মতো এককভাবে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে জামায়াতে ইসলামী। সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন প্রবেশপথ ও প্রধান সড়কে ব্যাপক গণসমাগম ও যানজট সৃষ্টি হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর