বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৩১

মানব কথা: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে।এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৬৫ জন।
আজ মঙ্গলবার দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এই তথ্য জানানো হয়েছে।
আইএসপিআরের তথ্য অনুযায়ী, বার্ন ইনস্টিটিউটে মারা গেছেন ১০ জন, সিএমএইচে ১৬ জন, ঢামেকে ১ জন, লুবনা হাসপাতালে ২ জন, উত্তরা আধুনিক হাসপাতালে ১ জন এবং ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন আরও একজন। নিহতদের মধ্যে শিক্ষার্থী, শিক্ষক ও স্কুলের কর্মকর্তা-কর্মচারীরা রয়েছেন। আহতদের চিকিৎসা চলছে রাজধানীর বিভিন্ন হাসপাতালে।
গতকাল দুপুরে উত্তরার দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাদে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। বিকট শব্দে স্কুলের একটি অংশ ধসে পড়ে এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার সময় ভবনের ভেতরে বহু শিক্ষার্থী ও শিক্ষক অবস্থান করছিলেন। অনেকে আগুনে দগ্ধ হন, কেউ ধ্বংসস্তূপে আটকা পড়েন। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে চালানো উদ্ধার অভিযানে বহু হতাহত উদ্ধার করা হয়।
এই দুর্ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রধান উপদেষ্টাসহ রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে শোক প্রকাশ করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।