মাইলস্টোন কলেজে উত্তেজনা, উপদেষ্টাদের ঘিরে শিক্ষার্থীদের বিক্ষোভ

সময়: 9:48 am - July 22, 2025 |

মানব কথা: রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (২২ জুলাই) সকাল থেকেই শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হয়ে নানা দাবিতে বিক্ষোভ করতে থাকেন। সকাল সাড়ে ১০টার দিকে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা—আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি আর আবরার—ক্যাম্পাস পরিদর্শনে গেলে শিক্ষার্থীরা তাঁদের ঘিরে ধরে এবং জোরালো স্লোগানে প্রতিবাদ জানাতে থাকেন।

“আমার ভাই মরলো কেন, জবাব চাই, জবাব দাও”—এমন স্লোগানে মুখরিত হয় পুরো ক্যাম্পাস। এরপর উপদেষ্টারা কলেজের ৫ নম্বর ভবনের নিচতলায় কনফারেন্স কক্ষে শিক্ষার্থী প্রতিনিধি দল ও শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসেন। বাইরে শত শত শিক্ষার্থী অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান।

শিক্ষার্থীরা দাবি করেন, বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের প্রকৃত নাম-পরিচয় ও আহতদের নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে। পাশাপাশি নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ, আহতদের উন্নত চিকিৎসা এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা ঠেকাতে বিমানবাহিনীর পুরোনো ও ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ বিমান বাতিল করে আধুনিক ও নিরাপদ প্রশিক্ষণ ব্যবস্থা চালুর দাবি জানানো হয়।

মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা আজ সকাল ৯টার দিকে অবস্থান কর্মসূচি পালনের পরিকল্পনা করে। কিন্তু সোয়া ৯টার দিকে দিয়াবাড়ি আর্মি ক্যাম্প থেকে মাইকিং করে সকল ধরনের জমায়েত, সভা-সমাবেশ ও বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করা হয়। এরপরও শিক্ষার্থীরা দলে দলে জড়ো হতে থাকেন এবং ক্যাম্পাসে বিক্ষোভ চালিয়ে যান।

এদিকে দুর্ঘটনার পরদিন কলেজ ও আশপাশের এলাকায় উৎসুক জনতার ভিড়ও লক্ষ্য করা গেছে। কেউ কেউ নিখোঁজ সন্তান কিংবা স্বজনের খোঁজে ছুটে আসেন। স্কুলের নিরাপত্তাকর্মী আমির হোসেন বলেন, “সকালে আলো ফোটার পর থেকেই অনেকে আসছেন। আমরা সবাইকে বলছি, ভিড় না করে দেখে যেন ফিরে যান।”

আজ সকালেই হোস্টেল ছাড়তে দেখা যায় স্কুলের আবাসিক শিক্ষার্থীদের। অভিভাবকেরা এসে সন্তানদের নিয়ে যাচ্ছিলেন। বিশেষ করে যে ভবনে বিমান বিধ্বস্ত হয়, তার পাশের হায়দার আলী হোস্টেলের শিক্ষার্থীদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

স্কুলের শিক্ষিকা আফরিন জানান, বিধ্বস্ত হওয়া ভবনটি মূলত প্রাথমিক শাখার জন্য ব্যবহৃত হতো। কোন শ্রেণির কক্ষে কতজন শিক্ষার্থী ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে সবকিছু ছড়িয়ে-ছিটিয়ে আছে।

মাইলস্টোন কলেজের পরিচালক রাসেল তালুকদার জানান, ক্যাম্পাসের ১ নম্বর ভবনের নিচে আহত ও নিহতদের বিষয়ে তথ্য হালনাগাদের জন্য একটি হেল্প ডেস্ক খোলা হয়েছে। সেখানে অভিভাবক ও স্বজনেরা তথ্য দিচ্ছেন এবং নিচ্ছেন।

উল্লেখ্য, গতকাল সোমবার দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান কলেজ ভবনে বিধ্বস্ত হয়। আজ সকাল পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে, যাঁদের অধিকাংশই শিশু ও শিক্ষার্থী। এ ছাড়া ৭৮ জন দগ্ধ অবস্থায় ঢাকার চারটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এই ভয়াবহ দুর্ঘটনা ও শিক্ষার্থীদের বিক্ষোভে গোটা এলাকা যেন থমকে গেছে। অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষ সবাই শোকে-বিস্ময়ে দিন কাটাচ্ছেন।

Share Now

এই বিভাগের আরও খবর