ক্রীড়া উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

সময়: 4:19 pm - July 23, 2025 |

মানব কথা :এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) আসন্ন সভাকে ঘিরে বুধবার (২৩ জুলাই) বাংলাদেশে এসেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন রাজা নাকভি। এসিসি প্রেসিডেন্ট হিসেবে তার এ সফরের আগেই তিনি সচিবালয়ে বাংলাদেশের ক্রীড়া ও যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকের শুরুতেই নাকভি রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানান।

ক্রীড়া উপদেষ্টার ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতি অনুযায়ী, বৈঠকে বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে ক্রীড়া, শিক্ষা ও প্রযুক্তিগত সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে গঠনমূলক আলোচনা হয়। ক্রিকেট, হকি ও কাবাডি ক্ষেত্রে যৌথ উন্নয়নের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

দুই দেশের যুবসমাজের দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিগত প্রশিক্ষণ ও কর্মসংস্থানমূলক উদ্যোগে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন উভয় পক্ষ। উচ্চশিক্ষা ও স্কলারশিপ কার্যক্রমে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহার—বিশেষ করে সৌরবিদ্যুৎ খাতে—সহযোগিতার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

সাক্ষাতের একপর্যায়ে মহসিন নাকভি ক্রীড়া উপদেষ্টাকে পাকিস্তান সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

Share Now

এই বিভাগের আরও খবর