মাইলস্টোন ট্রাজেডি: ৫ মরদেহের পরিচয় মিলল ডিএনএ টেস্টে

সময়: 12:33 pm - July 24, 2025 |

মানব কথা: পরিচয় শনাক্ত হয়েছে- ওকিয়া ফেরদৌস নিধি, লামিয়া আক্তার সোনিয়া, আফসানা আক্তার প্রিয়া, রাইসা মনি ও মারিয়াম উম্মে আফিয়ার।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ পাঁচজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ডিএনএ ল্যাব।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিমান বিধ্বস্তের ঘটনায় গত দুই দিনে বিকৃত হয়ে যাওয়া পাঁচ লাশ বা দেহাবশেষ থেকে ১১টি ডিএনএ নমুনা সংগ্রহ করে ফরেনসিক বিভাগ। কিছুক্ষণ আগে পাঁচজনের পরিচয় শনাক্ত করা হয়। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

ডিএনএতে যাদের পরিচয় শনাক্ত হলো- ওকিয়া ফেরদৌস নিধি, লামিয়া আক্তার সোনিয়া, আফসানা আক্তার প্রিয়া, রাইসা মনি ও মারিয়াম উম্মে আফিয়া।

এদিকে এ ঘটনায় নিখোঁজদের পরিবারের সদস্যদের রাজধানী মালিবাগে সিআইডি ভবনে ডিএনএ ম্যাচিংয়ের জন্য নমুনা দেয়ার অনুরোধ জানায় সরকার। বুধবার (২৩ জুলাই) সরকারি তথ্য বিবরণীতে এ অনুরোধ জানানো হয়।

এদিকে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩২ হয়েছে। অগ্নিদগ্ধ হয়ে এখনো যারা হাসপাতালে চিকিৎসাধীন তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

Share Now

এই বিভাগের আরও খবর