২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩৮৬

সময়: 12:39 pm - July 30, 2025 |

মানব কথা: দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জন পুরুষের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৮৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ৩০৮ জনই ঢাকার বাইরের বিভিন্ন জেলার বাসিন্দা। চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮১ জনে, যাদের মধ্যে ৪৬ জন পুরুষ ও ৩৫ জন নারী।

এদিকে, বছরজুড়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৭০২ জনে। এর মধ্যে পুরুষ ১২ হাজার ১৬২ জন এবং নারী ৮ হাজার ৫৪০ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর জোর দিচ্ছেন।

Share Now

এই বিভাগের আরও খবর