জুলাইয়ে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২২৭ কোটি ডলার

সময়: 1:06 pm - July 30, 2025 |

মানব কথা: রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। চলতি জুলাইয়ের ২৯ দিনে দেশে এসেছে ২২৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৭ কোটি ৮৫ লাখ ডলার রেমিট্যান্স।

বুধবার (৩০ জুলাই) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।

আরিফ হোসেন খান বলেন, ‘চলতি জুলাইয়েরে প্রথম ২৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২২৭ কোটি ৬০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ১৭৩ কোটি ২০ লাখ ডলার। বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৩১ দশমিক ৫০ শতাংশ।

এ ছাড়া গত ২৯ জুলাই একদিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৮ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স।

এদিকে গত ২০২৪-২৫ অর্থবছরজুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

Share Now

এই বিভাগের আরও খবর