আজকের মধ্যেই জুলাই সনদ চূড়ান্ত করতে চায় ঐকমত্য কমিশন

মানব কথা: জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান দ্বিতীয় পর্যায়ের আলোচনা আজকের মধ্যেই শেষ করা হবে। অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তির পর চূড়ান্ত খসড়া দলগুলোর কাছে পাঠানো হবে, যা তাদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত রূপ পাবে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার পর ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে বৈঠক শুরু হয়।
ড. আলী রীয়াজ বলেন, “রাষ্ট্র সংস্কার নিয়ে ৬টি কমিশনের সুপারিশের সারাংশ নিয়ে প্রাথমিক পর্যায়ে বেশ কিছু বিষয়ে ঐকমত্য হয়েছে। ১৩টি বিষয়ে মতপার্থক্যসহ সম্মতি এসেছে। বাকি অমীমাংসিত বিষয়গুলো আজকের আলোচনার মধ্য দিয়েই নিষ্পত্তি করা হবে।”
কমিশন সূত্রে জানা গেছে, ‘জুলাই সনদের’ পটভূমির খসড়া ইতোমধ্যে দলগুলোর কাছে পাঠানো হয়েছে। সংশোধনীর প্রস্তাব অনুযায়ী কমিশন কাজ করছে। রাজনৈতিক দলগুলোর পারস্পরিক আলোচনার মধ্য দিয়েই সমাধানে পৌঁছানোর আশা করা হচ্ছে। কমিশনের পক্ষ থেকে আজই আলোচনা শেষ করার পরিকল্পনা রয়েছে।
আলোচনা শেষে খসড়া দলগুলোর কাছে পাঠানো হবে এবং তারা স্বাক্ষরের মাধ্যমে সম্মতি জানাবে। পরবর্তী পর্যায়ে দলগুলো বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করবে।
আজকের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন, ক্ষমতা ও দায়িত্বসহ মোট সাতটি বিষয়ে আলোচনা হবে। আলোচনা পরিচালনা করছেন অধ্যাপক আলী রীয়াজ।
এর আগে গতকাল (৩০ জুলাই) ২২তম দিনের সংলাপে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধিতে ঐকমত্য হয়েছে বলে জানায় কমিশন। তবে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির প্রস্তাব নিয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি।