জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন

মানব কথা: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে, শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। এই মুহূর্তে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পর্যবেক্ষণে রয়েছেন।
শনিবার (২ আগস্ট) ঢাকার বেসরকারি ইউনাইটেড হাসপাতালে জামায়াতের আমির শফিকুর রহমানের এই অস্ত্রোপচার হয়।
এদিন দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি গণমাধ্যমকে জানান ইউনাইটেড হাসপাতালের চিফ কার্ডিয়াক সার্জন ডা. জাহাঙ্গীর কবির ।
তিনি বলেন, সকাল ৭টায় ডা. শফিকুর রহমানকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। তার ওপেন হার্ট সার্জারি ভালোভাবে হয়েছে। উনার সার্জারি খুব ভালো হয়েছে। আমরা চেয়েছিলাম উনাকে সবচেয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সার্জারি করতে, সেটা পেরেছি। উনার ৩টা বাইপাস করার কথা ছিল। আমরা ৪টা বাইপাস করেছি যেন কোনোদিক থেকেই কোনো সমস্যা না হয়। কোনো জটিলতা ছাড়াই সার্জারি শেষ হয়েছে।
ডা. জাহাঙ্গীর কবির বলেন, ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থা ‘স্থিতিশীল আছে’। আশা করছি উনাকে হয়তো ৩-৪ দিন আইসিইউতে থাকতে হতে পারে। আগামী সাতদিনের মধ্যে তিনি বাসায় ফিরতে পারবেন। আগামী তিন সপ্তাহের মধ্যে তিনি স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন।