গাজায় ইসরাইলের অভিযান গণহত্যা নয়, যুদ্ধ: ট্রাম্প

মানব কথা: গাজায় ইসরাইলের সামরিক অভিযানকে ‘গণহত্যা’ বলতে রাজি নন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, এটি গণহত্যা নয়, বরং একটি যুদ্ধ—যেটি শুরু হয়েছিল ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর।
রোববার (৩ আগস্ট) পেনসিলভানিয়ার অ্যালেনটাউনে এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমি মনে করি না এটি গণহত্যা, এটি যুদ্ধ।”
ট্রাম্পের মতে, “৭ অক্টোবর ভয়াবহ একটি ঘটনা ঘটেছিল। এটি আমার দেখা সবচেয়ে ভয়াবহ ঘটনার একটি।” ওই হামলায় হামাস সদস্যরা দক্ষিণ ইসরাইলে আক্রমণ চালিয়ে প্রায় ১,২০০ জনকে হত্যা ও ২৫১ জনকে জিম্মি করেছিল। এখনও গাজায় অন্তত ৫০ জন জিম্মি রয়েছেন, যাদের মধ্যে ২০ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে।
ইসরাইল পূর্বে থেকে যুদ্ধাপরাধ ও গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটি বলছে, তারা বেসামরিকদের লক্ষ্যবস্তু করে না এবং বরং তাদের সরিয়ে নেওয়া ও ত্রাণ সহায়তা সহজ করার চেষ্টা করছে।
গাজার মানবিক সংকট নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প জানান, “আমরাই একমাত্র দেশ যারা ফিলিস্তিনিদের খাবার দিচ্ছে। আমরা অর্থ ব্যয় করছি, যাতে মানুষ খেতে পারে। স্টিভ উইটকফ দারুণ কাজ করছেন এ বিষয়ে।”
এদিকে গাজায় খাদ্য সহায়তা বাড়াতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিভিন্ন দেশ একত্রিত হয়েছে। যদিও ইসরাইল উপত্যকায় দুর্ভিক্ষের খবর অস্বীকার করেছে এবং বরং হামাসকেই ত্রাণ সরবরাহে বাধা ও ছিনতাইয়ের জন্য দায়ী করছে।