ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩৯৫ জন ভর্তি
সময়: 12:45 pm - August 4, 2025 |

মানব কথা: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৯৫ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মারা যাওয়া দুইজনই পুরুষ। নতুন রোগীদের মধ্যে ৩১১ জনই ঢাকার বাইরে ভর্তি হয়েছেন, যা ডেঙ্গুর বিস্তার নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৬ জনে। তাদের মধ্যে ৪৯ জন পুরুষ এবং ৩৭ জন নারী।
এ বছর মোট আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৬৫ জন, যাদের মধ্যে ১২ হাজার ৯৫০ জন পুরুষ এবং ৯ হাজার ১১৫ জন নারী।