গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় র্যালি শুরু

মানব কথা: জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে ‘বিজয় র্যালি’র আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার (৬ আগস্ট) বেলা তিনটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি শুরুর কথা থাকলেও, এটি শুরু হয়েছে কিছুক্ষণ আগে। বর্তমানে এই র্যালি চলমান।
র্যালিকে ঘিরে দুপুর দেড়টা থেকেই নয়াপল্টনে জড়ো হতে থাকেন বিএনপির নেতা–কর্মীরা। মাথায় নানা রঙের ক্যাপ, হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে তারা আসেন রাজধানীর বিভিন্ন এলাকা ছাড়াও আশপাশের জেলা থেকে।
এ কর্মসূচিতে বিএনপির পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরাও মিছিল নিয়ে অংশ নিয়েছেন।
বিজয় র্যালিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে বিজয়নগর, পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হবে।
দলীয় সূত্র জানায়, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা থেকে অনুপ্রাণিত হয়ে ‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ আন্দোলনকে গতিশীল করতেই এই বিজয় র্যালির আয়োজন।