২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ৪৩৪

সময়: 12:55 pm - August 11, 2025 |

মানব কথা: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৩৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মারা যাওয়া ব্যক্তি একজন নারী। নতুন আক্রান্তদের মধ্যে ৩০২ জন ঢাকার বাইরের।
পরিবহন মালিকদের চাপ; সরকার ফিটনেসবিহীন গাড়ি সরানোর উদ্যোগ থেকে নতি স্বীকার

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১০২ জন, যার মধ্যে ৫৯ জন পুরুষ ও ৪৩ জন নারী। এ সময়ের মধ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৬১৭ জন— এর মধ্যে ১৪ হাজার ৪৬২ জন পুরুষ এবং ১০ হাজার ১৫৫ জন নারী।

Share Now

এই বিভাগের আরও খবর