ডেঙ্গুতে মৃত্যুহীন দিন, আক্রান্ত হয়ে ভর্তি ৩৮০

সময়: 1:45 pm - August 18, 2025 |

মানব কথা: দেশে ডেঙ্গু পরিস্থিতি এখনও উদ্বেগজনক। যদিও গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি, এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮০ জন রোগী। সোমবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৬৭ জন, চট্টগ্রাম বিভাগে ৭০ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ৭৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ৩১ জন, খুলনা বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ৩৪ জন, ময়মনসিংহ বিভাগে ৭ জন, সিলেট বিভাগে ২ জন এবং রংপুর বিভাগে ৪ জন ভর্তি হয়েছেন।

চলতি বছর ১ জানুয়ারি থেকে ১৮ আগস্ট পর্যন্ত দেশে মোট ২৬ হাজার ৭৫৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ সময়ে মারা গেছেন ১০৫ জন, যাদের মধ্যে ৬২ জন পুরুষ ও ৪৩ জন নারী।

প্রসঙ্গত, গত বছর (২০২৪ সালে) দেশে মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত এবং ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল।

Share Now

এই বিভাগের আরও খবর