গুলশানে রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

মানব কথা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ সোমবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল করীর খান। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানায়, বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের বিভ্রান্তিকর বক্তব্য এবং সে বিষয়ে করণীয় ঠিক করা। পাশাপাশি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে জানা গেছে।
এছাড়া বৈঠকে সিদ্ধান্ত হতে পারে—আগামী জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত এবং সরকারের সহযোগী হিসেবে বিতর্কিত কর্মকর্তাদের নিয়োগ বাতিলের জন্য সরকারকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে।