জামায়াতের লোগোতে আসছে পরিবর্তন

সময়: 11:22 am - September 28, 2025 |

মানব কথা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় লোগো পরিবর্তনের প্রক্রিয়া চলছে। আগামী কয়েকদিনের মধ্যেই দলটির নতুন লোগো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে। দলীয় সূত্রে জানা গেছে, প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা বহাল থাকলেও নতুন লোগো আংশিকভাবে জাতীয় পতাকার আদলে তৈরি করা হতে পারে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু সৌজন্য সাক্ষাতে আসেন। বৈঠকে জাতীয় পতাকার আদলে জামায়াতে ইসলামীর একটি নতুন লোগো দেখা যায়। এরপর থেকেই লোগো পরিবর্তন নিয়ে আলোচনা শুরু হয়।
‘দুই মাস ধরে অনিশ্চয়তার মধ্যে আছি, কখন নেমে যাই’

এ বিষয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম গণমাধ্যমকে বলেন, “আমাদের লোগো পরিবর্তন করা হচ্ছে। আমিরের নির্দেশনায় বেশ কয়েকটি লোগো ডিজাইন করা হয়েছে। তবে কোন লোগো ব্যবহার হবে, সেটি এখনো চূড়ান্ত হয়নি। আজকের যে লোগোটি ছবিতে এসেছে, সেটি ভুলবশত প্রকাশ পেয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে লোগো চূড়ান্ত করা হবে।”

তিনি আরও জানান, নির্বাহী পরিষদের আলোচনার পরই নতুন লোগো অফিসিয়ালি ব্যবহৃত হবে। কেন পরিবর্তন আনা হচ্ছে—এমন প্রশ্নে তিনি বলেন, “আমাদের আগের লোগো আমরা কখনো অফিসিয়ালি ব্যবহার করিনি। বিভিন্ন গণমাধ্যম সেটি ব্যবহার করত।”

Share Now

এই বিভাগের আরও খবর