রাতে আফগানিস্তানকে হোয়াইটওয়াশের মিশনে নামছে বাংলাদেশ

মানব কথা: আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইতিমধ্যেই জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। টানা দুই ম্যাচ জিতে ২-০ তে এগিয়ে থাকা টাইগারদের সামনে এখন একমাত্র লক্ষ্য—হোয়াইটওয়াশ। আজ রাত সাড়ে ৮টায় শারজাহতে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
সিরিজের প্রথম ম্যাচে রশিদ খানের ঘূর্ণিতে হোঁচট খেয়েছিল বাংলাদেশ। মাত্র ৯ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা। তবে নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেনের জুটিতে জয় নিশ্চিত হয়। দ্বিতীয় ম্যাচেও ব্যাটিং বিপর্যয়ে পড়ে দলটি। পাওয়ার প্লের মধ্যেই তিন উইকেট হারানোর পর মিডল অর্ডারের দৃঢ়তায় ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। সোহানের অপরাজিত ৩১ রানের সুবাদে সিরিজ নিশ্চিত করে টাইগাররা।
প্রধান কোচ ফিল সিমন্স মনে করছেন, দলটি এখন চাপের ম্যাচ জেতার কৌশল আয়ত্ত করেছে। তিনি বলেন, “প্রথম ম্যাচে ওপেনাররা দেখিয়েছে তারা কী করতে পারে, দ্বিতীয় ম্যাচে মিডল অর্ডার দারুণভাবে দায়িত্ব নিয়েছে। আমরা উত্তেজনাপূর্ণ ও আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাই, সেটিই এখন মাঠে প্রতিফলিত হচ্ছে।”
কোচ আরও প্রশংসা করেন সোহানের ইনিংসের, সঙ্গে জাকের আলী অনিক ও শামীমের অবদানকেও গুরুত্ব দেন। যদিও জাকেরের সাম্প্রতিক ফর্ম নিয়ে প্রশ্ন উঠেছে, সিমন্স বলেছেন, বিশ্বজুড়েই ব্যাটাররা খারাপ সময়ের মধ্য দিয়ে যায়, এতে চিন্তার কিছু নেই।
বল হাতে শরীফুল ইসলাম, নাসুম আহমেদ ও মোহাম্মদ সাইফুদ্দিন ছিলেন ধারাবাহিক। দ্বিতীয় ম্যাচে পাওয়ার প্লেতে মাত্র ৩৫ রান দেন তারা। শেষ পাঁচ ওভারে খরচ হয় মাত্র ৪০ রান, ফলে আফগানিস্তান প্রত্যাশার চেয়ে অনেক কম রান তোলে। সিমন্স মনে করেন, বোলিং ইউনিট এখন যে কোনো পরিস্থিতিতে নির্ভরযোগ্য হয়ে উঠেছে।
এদিকে নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাসের অনুপস্থিতিতে নেতৃত্ব দেওয়া জাকের আলী অনিকের কাঁধেও দায়িত্ব বাড়ছে। একই সময়ে ভিসাজনিত সমস্যার কারণে সংযুক্ত আরব আমিরাতে যেতে পারেননি সৌম্য সরকার, তিনি দেশে থেকেই দলের সাফল্যের আনন্দ উপভোগ করছেন।
আজকের ম্যাচ শেষে দুই দলের শুরু হবে ওয়ানডে সিরিজ। তিন ম্যাচ সিরিজের প্রথমটি বুধবার সন্ধ্যা ৬টায় মাঠে গড়াবে।