আপনারা এতদিন বসে কী করেছেন, সরকারের উদ্দেশে মির্জা ফখরুল

সময়: 2:33 pm - November 6, 2025 |

মানব কথা: সরকারের উদ্দেশে প্রশ্ন রেখে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক দলগুলোকে বসে সিদ্ধান্ত নিতে বলছেন তাহলে আপনারা এতদিন কী করেছেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) যশোরে দলটির নেতা তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় একথা বলেন তিনি।

‘সরকারের পক্ষপাতদুষ্ট আচরণের কারণে’ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কয়েকটি রাজনৈতিক দল ঘেরাও করছে, অস্থিতিশীল পরিস্থিতি তৈরির মাধ্যমে নির্বাচন বানচাল করার চক্রান্ত করছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, আমরা এখনো কোনো বিষয় নিয়ে রাস্তায় নামিনি। কিন্তু মনে রাখবেন, বিএনপি কোনো ভেসে আসা দল নয়। আমরা যদি রাস্তায় নামি তাহলে রাজনৈতিক বিষয়গুলো ভিন্নভাবে আসবে।

ফখরুল বলেন, বিএনপি প্রয়াত রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক মেজর জেনারেল জিয়াউর রহমানের দল। বিএনপি আপসহীন নেত্রী, গণতন্ত্রের জন্য জীবনবাজি রেখে সংগ্রাম করা বেগম খালেদা জিয়ার দল। সুতরাং বিএনপিকে ভয় দেখাবেন না। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের হাজার হাজার নেতা-কর্মী গুম খুন হত্যাকাণ্ডের স্বীকার হয়েছেন। বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। আমরা যদি রাজপথে নামি তাহলে ষড়যন্ত্রকারীদের রাজনৈতিক হিসাব-নিকাশ পাল্টে যেতে পারে।

যে বিষয়গুলো সমাধান হয়েছে সেগুলো নিয়েই নির্বাচনের দিকে এগোতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের দিনই গণভোট হবে, এর আগে নয়।

Share Now

এই বিভাগের আরও খবর