বিলে শাপলা তুলতে গিয়ে ৪ স্কুল শিক্ষার্থীর মৃত্যু

সময়: 1:47 pm - November 9, 2025 |

মানব কথা: মেহেরপুর সদরে বিলে শাপলা তুলতে গিয়ে চার স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৯ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার মোমিনপুর বিলে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম।

তিনি বলেন, রোববার বিকাল সোয়া ৫টার দিকে উপজেলার মোমিনপুর বিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো ফাতেমা (১৪), আফিয়া (১২), আলিয়া (১১) ও মিম (১৪)। ফাতেমা ও আফিয়া আপন বোন। এ ছাড়া আলিয়া তাদের চাচাতো বোন। মিম তাদের প্রতিবেশী।

Share Now

এই বিভাগের আরও খবর