প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে ইসি
মানব কথা: ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে সামনে রেখে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে যাচ্ছে এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।
রোববার (৭ ডিসেম্বর) কমিশনের সভা শেষে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে রওনা হয় প্রধান নির্বাচন কমিশনারসহ চার নির্বাচন কমিশন। তারা হলেন- আব্দুর রহমানেল মাছউদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, তাহমিদা আহমদ ও আবুল ফজল মো. সানাউল্লাহ।
প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠান হবে।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাত হবে। এতে সার্বিক বিষয়ে আলোচনা হবে। এটা সৌজন্য সাক্ষাৎ। এরপর ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে।
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে যে কোনো দিন তফসিল ঘোষণা করা হবে। ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ ও গণভোট একই দিনে হবে। এ লক্ষ্যে চলতি সপ্তাহের শেষে তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে।
এদিকে সংসদ নির্বাচন ও গণভোট নেওয়ার সময় এবার এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে বলে এদিন সিদ্ধান্ত নিয়েছে ইসি।
২০২৪ সালের ২১ নভেম্বরএ এম এম নাসিরউদ্দিন নেতৃত্বাধীন ইসিকে নিয়োগ দেওয়া হয়। চার নির্বাচন কমিশনার ছাড়াও এই কমিশনের ইসি সচিব হলেন আখতার আহমেদ।


















