বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্য হলেন রোইং এর মাকসুদ
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্য হয়েছেন বাংলাদেশ রোইং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাকসুদ আলম। তার এ অর্জনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক মো. রাশিম ও রোইং ফেডারেশনের কার্যনিবাহী কমিটির নির্বাহী সদস্য ও প্রধান কোচ নাসিরুজ্জামান চৌধুরী সপন ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
গত রোববার বিওএ এর সভাপতি এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সভাপতিত্বে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ)- সাধারণ পরিষদের ৬ষ্ঠ সভা এবং ২০২৫-২০২৯ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
নতুন কমিটিতে নির্বাচিতরা হলেন-জেনারেল ওয়াকার-উজ-জামান (সভাপতি)। আব্দুল হাই সরকার, আব্দুস সালাম, মেজর ইমরোজ আহমেদ (অব.), মেজর জেনারেল (অব.) ড. মো. নাঈম আশফাক চৌধুরী, ব্যারিস্টার সারওয়াত সিরাজ (সহসভাপতি)। জোবায়েদুর রহমান (মহাসচিব), এম এ কুদ্দুস খান, মাহবুবুর রহমান শাহীন, আমজাদ হোসেন (উপমহাসচিব)। সাইফুল ইসলাম (কোষাধ্যক্ষ)। সদস্যরা হলেন: রাসেল কবির সুমন, মেজর মোহাম্মদ আতিকুল হাফিজ (অব.), হাবিবুর রহমান, সালাউদ্দিন আহামেদ, লে. কর্নেল রিয়াজুল হাসান (অব.), কর্নেল ওয়েস হুদা (অব.), মাকসুদ আলম, ক্যাপ্টেন এ এম মাকসুদ আহমেদ, হাসানুজ্জামান বাবলু, ফারুক হাসান, উইং কমান্ডার মহিউদ্দিন আহমেদ (অব.), ডিআইজি মো. আশিক সাঈদ, কামরুল ইসলাম, আব্দুল্লাহ আল জহির (সপন), শাহজাদা আলম, প্রকৌশলী ফিরোজা করিম নেলী, মাশিউর রহমান, সৈয়দ আবুল বশর, সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির, আবিবুল বারী আয়হান, ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ূন কবীর, আব্দুল্লাহ হেল বাকী, কাজী নজরুল ইসলাম, মো. সেলিম ফকির, ফরহাদ জেসমিন লিটি।


















