তপশিল ঘোষণা ঘিরে ইসিতে কড়া নিরাপত্তা

সময়: 11:22 am - December 11, 2025 |

মানব কথা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপশিল ঘোষণা আজ। তপশিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে সরেজমিন এ চিত্র দেখা গেছে।

এদিন সকাল থেকে কমিশন ভবনের রাস্তায় যান চলাচল সীমিত করা হয়েছে। এছড়া সামনের অংশ লোহার ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে। এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রধান সড়ক থেকেই কমিশনে প্রবেশে কড়াকড়ি দেখা গেছে। পরিচয় যাচাই ছাড়া কাউকে কমিশনে ঢুকতে দেওয়া হচ্ছে না।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দুই নির্বাচনের তপশিল ঘোষণা করবেন। এরই মধ্যে তপশিল ঘোষণা সংক্রান্ত টেলিভিশন ও বেতারে ভাষণের রেকর্ডিংও সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার বিকেলে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

Share Now

এই বিভাগের আরও খবর