তারেক রহমানের নিরাপত্তায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে: প্রেস সচিব
মানব কথা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার (২৪ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
প্রেস সচিব বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুটি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নিয়েছে।
শফিকুল আলম আরও বলেন, তারেক রহমানের নিরাপত্তা ইস্যুতে বিএনপি যে ধরনের ব্যবস্থা চাইবে, সরকার সেভাবেই নিশ্চিত করবে।
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আগামী বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে সকাল ১১টা ৫৫ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে রাজধানীজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান, ইন্টারনেট সংক্রান্ত একটি নতুন আইন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।
তিনি বলেন, ভবিষ্যতে ইন্টারনেট যেন এক মুহূর্তের জন্যেও বন্ধ না হয় নতুন আইনে সেই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতারণা, অবৈধ কার্যক্রম, গ্রাহকের নিরাপত্তা নিশ্চিতে করা হচ্ছে নতুন আইন।
শফিকুল আলম বলেন, জাতীয় নিরাপত্তা ও ডিজিটাল অবকাঠামোর আইনগত ভিত্তি সুস্পষ্ট করা হয়েছে। আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সমন্বয় করা হচ্ছে। বিটিআরসির ক্ষমতা ও জবাবদিহিতা নিশ্চিতে আলাদা একটি কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।








