এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা

সময়: 11:38 am - January 3, 2026 |

মানব কথা: ঢাকা-১১ (রামপুরা, বাড্ডা ও ভাটারা) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তিনি এনসিপির পাশাপাশি জামায়াতসহ ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শনিবার (৩ জানুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এর মাধ্যমে ঢাকা-১১ আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতিযোগিতার ময়দানে থাকার সুযোগ পেলেন নাহিদ ইসলাম।

এ একই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক ড. এমএ কাইয়ূমের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে। ফলে ঢাকা-১১ আসনে প্রধান রাজনৈতিক দল ও জোটগুলোর মধ্যে শক্ত প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এদিকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা-৯ (খিলগাঁও, মুগদা ও মান্ডা) আসনে দলটির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন এবং ঢাকা-৮ (মতিঝিল, পল্টন, রমনা ও শাহবাগ) আসনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর মনোনয়নপত্রও যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফশিল অনুযায়ী, যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ, আপিল, প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আগামী দিনে নির্বাচনী মাঠ আরও সরগরম হয়ে উঠবে। রাজধানীর গুরুত্বপূর্ণ আসনগুলোতে একাধিক প্রভাবশালী প্রার্থীর অংশগ্রহণে ভোটের লড়াই ঘিরে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে আগ্রহ।

Share Now

এই বিভাগের আরও খবর