এনসিপি নেতাদের সঙ্গে বিকেলে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা

সময়: 10:18 am - January 19, 2026 |

মানব কথা: জামায়াতে ইসলামীর পর এবার জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নেতাদের সাক্ষাৎ দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সোমবার বিকাল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ হবে।

“সাক্ষাৎকালে নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণ এবং বর্তমান নির্বাচন পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। প্রতিনিধি দল সাক্ষাৎ শেষে যমুনার বাইরে সাংবাদিকদের ব্রিফ করবেন।”

দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে থাকবেন দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূইয়া ও সেক্রেটারি মনিরা শারমিন এবং নির্বাচন পরিচালনা কমিটির আইনি সহায়তা বিষয়ক উপকমিটির প্রধান অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গত ১৬ জানুয়ারি স্ত্রী-কন্যাকে সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এরপর জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল রোববার যমুনায় গিয়ে সরকারপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করে।

প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ বা অবৈধ ঘোষণার ক্ষেত্রে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বের বিষয়ে নির্বাচন কমিশন ‘পক্ষপাতিত্ব করছে’ বলে তারা অভিযোগ করেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতের ইসলামীর সঙ্গে জোটবদ্ধভাবে ভোট করছে চব্বিশের অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের দল এনসিপি।

Share Now

এই বিভাগের আরও খবর