কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় নিহত ২

সময়: 12:11 pm - September 16, 2024 |

মোহাম্মদ খোরশাদ হেলালি: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় দুইজন নিহত হয়েছেন। সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোরে উখিয়ার জামতলী ও কুতুপালং লাল পাহাড়ে এ ঘটনা ঘটে। নিহতদের একজন হলেন উখিয়ার ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের এ-৮ ব্লকের বাসিন্দা নুরুল বশর (৫৫)। তাৎক্ষনিকভাবে অপরজনের নাম -ঠিকানা জানা যায়নি।

উখিয়া থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান , লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ক্যাম্প প্রশাসনের সহযোগিতায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর রোহিঙ্গা ক্যাম্প ৪ ও ক্যাম্প ২০ এ সন্ত্রাসীদের গুলিতে দুইজন নিহত হয়েছিলো।

এসএস//

Share Now

এই বিভাগের আরও খবর