চাটখিলে খিলপাড়া বড় ব্রীজ বিধ্বস্ত

সময়: 12:06 pm - September 17, 2024 |

আনিছ আহম্মদ হানিফ নোয়াখালী চাটখিল প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলার ৯ নং খিলপাড়া ইউনিয়নে বড় ব্রীজটি বিধ্বস্ত হয়ে পড়েছে, বর্তমানে এই ব্রীজ দিয়ে সকল প্রকার ছোট বড় ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে, এতে করে জনসাধারণ চরম দূর্ভোগ পোহাচ্ছে। ব্রীজটি খিলপাড়া বাজারের দুইশত গজ পূর্বে খিলপাড়া নাহারখিল সড়কের খালের উপর এটি খিলপাড়া বড় ব্রীজ নামে পরিচিত। এটি দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী ছিল, কয়েকবার সংস্কার ও করা হয়।

এই ব্রীজটি শিক্ষার্থী, জনসাধারণ ও যানবাহন চলাচলের গুরুত্বপূর্ন। রিকসা, টেম্পু, সিএনজি চালিত অটোরিকশা, হালকা, ছোট বড় বিভিন্ন ধরনের যানবাহন ও চলাচল করে। দ্বিতীয় দফা বন্যার পানির প্রবল স্রোতে ব্রীজটির পশ্চিম অংশ বিধ্বস্থ হয়। বর্তমানে মূল রাস্তার সাথে ব্রীজের যোগাযোগ বিচ্ছিন্ন। এতে করে সকল প্রকার চলাচল বন্ধ রয়েছে। এই ব্রীজ দিয়ে চলাচলকারী লোকজন ব্রীজ বিধ্বস্থ হওয়ার কারনে অনেক দুর ঘুরে চলাচল করতে হয়।

এই ব্রীজ দিয়ে নিয়মিত চলাচলকারী খিলপাড়া ইউনিয়নের ইউপি সদস্য সিদ্দিক উল্ল্যা জানান, অতি জরুরীভিত্তিতে এটি সংস্কার অথবা মেরামত করা না হলে লোকজনের দূর্ভোগ আরো বেড়ে যাবে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন জানান, তিনি এই ব্রীজটির কাজ অতি শিগ্রই করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সাথে যোগাযোগ করেছেন।

চাটখিল উপজেলা স্থানীয় সরকার নির্বাহী প্রকৌশলী রাহাত আলী পাটোয়ারী জানান, তিনি ব্রীজটি বিধ্বস্থ হওয়ার বিষয়টি অবগত আছেন। এলজিইডি অফিসের লোকজনকে তিনি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শনের জন্য পাঠিয়েছেন। তাদের সাথে পরামর্শ করে দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন।

Share Now

এই বিভাগের আরও খবর