ঢাবিতে চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত

সময়: 6:49 am - September 19, 2024 |

মানব কথা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের সামনে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শাহবাগ থানার ওসি মো: খালিদ মনসুর বিবিসি বাংলাকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ‘ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে কি না, তা তদন্তের পরে বোঝা যাবে। কারণ তখন তাকে নিয়ে হাসপাতালে চলে গেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।’

তিনি আরো জানান, নিহত ব্যক্তিকে মোবাইল চোর সন্দেহে গণপিটুনি দেয়া হয়।

তবে এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানান তিনি।

নিহত তোফাজ্জলের লাশ এখন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

সূত্র : বিবিসি

Share Now

এই বিভাগের আরও খবর