পরিচ্ছন্ন শহর গড়তে সকলের সহযোগিতা চাইলেন নবাগত জেলা প্রশাসক
মোহাম্মদ খোরশেদ হেলালী: কক্সবাজার জেলা শহরে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর)
গতকাল বিকেলে জেলাপ্রশাসক সম্মেলন কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন।
সভায় জেলা প্রশাসকের কাছে গণমাধ্যমকর্মীরা নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। জেলা প্রশাসকের অর্পিত দায়িত্ব পালনকালে অনিয়ম ও দুর্নীতির উর্ধ্বে থেকে পরিচ্ছন্ন এবং সুন্দর কক্সবাজার গড়ার কথা বলেন। এক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের কাছে তিনি সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি জি এ এম আশেক উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিভীষণ কান্তি দাশ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আতাউল গনি ওসমানী, অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ উন্নয়ন) রুবাইয়া আফরোজসহ অন্যান্য নির্বাহী ম্যাজিস্ট্রেট, কর্মকর্তাগণ ও কর্মরত সাংবাদিকরা