শুক্রাবাদে চুলা জ্বালাতেই বিস্ফোরণ, সন্তানসহ দম্পতি দগ্ধ

সময়: 7:48 am - September 28, 2024 |

মানব কথা: রাজধানীর শুক্রাবাদের একটি বাসায় গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণে সন্তানসহ দম্পতি দগ্ধ হয়েছেন। তারা হলেন টোটন (৩৫), নিপা (৩০) ও শিশুপুত্র বায়জিদ (৩)।

আজ শনিবার ভোররাতে এ ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম।

তিনি জানান, ভোররাতে ধানমন্ডির শুক্রাবাদ এলাকা থেকে দগ্ধ অবস্থায় তিনজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে টোটন ৫০ শতাংশ, নিপা ৩২ শতাংশ ও শিশু বায়জিদ ৪৫ শতাংশ দগ্ধ হয়। দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেফার্ডের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর