কক্সবাজারে গাছের সঙ্গে ধাক্কায় কাভার্ডভ্যান চালক নিহত

সময়: 11:51 am - October 8, 2024 |

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় গাছের সঙ্গে ধাক্কা লেগে মালবাহী কাভার্ডভ্যান উল্টে চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার রাজাপালং কাঁশিরবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

শাহপরী হাইওয়ে পুলিশের ফাঁড়ির এসআই মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে বলেন, মঙ্গলবার ভোর সাড়ে ৫ টায় উখিয়া উপজেলার কাঁশিরবিল এলাকায় টেকনাফমুখী মালবাহী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে কাভার্ডভ্যানটি সড়কের পাশে খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়।

ঘটনায় আহত গাড়ীর চালককে স্থানীয়রা উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি বলেন, চালক গাড়ী চালানোর সময় ঘুমের ঘোরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় দুর্ঘটনাটি ঘটেছে। নিহতে পরিচয় নিশ্চিতে পুলিশ খোঁজ খবর নিচ্ছে। মোস্তফা কামাল বলেন, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এসএস//

Share Now

এই বিভাগের আরও খবর