পিএসসির নতুন চেয়ারম্যান মোবাশ্বের মোনেম

সময়: 9:56 am - October 9, 2024 |

মানব কথা: বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম।

বুধবার (৯ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করে পাঁচ বছরের জন্য তাকে নিয়োগ দেয়া হয়।

ড. মোবাশ্বের মোনেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক।

প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ১৩৮ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি কমিশনের চেয়ারম্যান পদে মোবাশ্বের মোনেমকে নিয়োগ দিয়েছেন। সংবিধানের ১৩৯ (১) অনুচ্ছেদ অনুযায়ী, দায়িত্ব নেয়ার তারিখ থেকে পাঁচ বছর মেয়াদ বা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া- এর মধ্যে যেটি আগে হয়, সে সময় পর্যন্ত কমিশনের চেয়ারম্যান পদে তিনি বহাল থাকবেন।

এর আগে, মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে পিএসসি চেয়ারম্যান মো: সোহরাব হোসাইনসহ ১২ জন সদস্য পদত্যাগ করেন। তারা পিএসসির সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন বলে জানান পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান।

Share Now

এই বিভাগের আরও খবর